×

জাতীয়

পানি সম্পদ প্রতিমন্ত্রীর গাইবান্ধায় নদীভাঙ্গন এলাকা পরিদর্শন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১১:৪০ এএম

পানি সম্পদ প্রতিমন্ত্রীর গাইবান্ধায় নদীভাঙ্গন এলাকা পরিদর্শন
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গতকাল বুধবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদী ভাঙন কবলিত গণকবর এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, ভাঙন কবলিত এলাকা রক্ষায় সরকার সবধরণের পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকায় ৩২৮ কোটি টাকার একটি প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষামুলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, রংপুরের প্রধান প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মইনুল হক ও ফুলছড়ির নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ । প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, এখানে কাজের অগ্রগতি কি, আমরা সেটা দেখতে এসেছি। আগামী বর্ষার আগেই এই গণকবর এলাকায় নদী ভাঙ্গন রোধে আমরা কাজ করবো। অন্য কাজগুলো নিয়েও সিদ্ধান্ত নেয়া হবে। এই প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য একটি কমিটি গঠন করা হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হচ্ছে ছোট ছোট প্রকল্প না করে বড় নদীগুলোকে শাসন করে কাজ করতে হবে। যাতে করে ছোট ছোট নদীর তীর ও বাঁধ ভাঙ্গন এবং এলাকা বিলীন হয়ে যাওয়া রোধসহ বিভিন্ন উপকার হয়। এজন্য আমরা কাজ করছি। এর আগে তিনি কুড়িগ্রাম হতে নৌ-পথে স্পিডবোট যোগে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নে তিস্তার ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার খেয়াঘাটে স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে এক জনসভায় বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রমুখ। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সুন্দরগঞ্জের এই ভাঙন কবলিত এলাকাগুলো রক্ষায় সরকার পদক্ষেপ নিয়েছে এবং সে অনুযায়ি কাজ চলছে। আপনারা শীঘ্রই এর সুফল ভোগ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App