×

খেলা

জাতীয় দলের তিন ক্রিকেটারের বিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০৩:১৬ পিএম

জাতীয় দলের তিন ক্রিকেটারের বিয়ে
বাংলাদেশ দলের আপাতত আন্তর্জাতিক সূচির বিরতি। এরই মধ্যে বিয়ের ধুম পড়ে গেছে জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে। ইতিমধ্যে মোস্তাফিজুর রহমানের বিয়ে নিয়ে শুরু হয়ে গেছে হৈচৈ। সে খবর বোধ হয় অনেকেই জানেন না। এছাড়া বিয়ের বাঁধনে বাঁধা পড়তে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ এবং মুমিনুল হক। মিরাজ অবশ্য বিয়ের বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আগেই। নিউজিল্যান্ড সফরে থাকার সময় জানিয়েছিলেন, দেশে ফিরে আক্দ করবেন। কনে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে প্রেমের সম্পর্ক প্রায় আধা যুগের। দুজনের বাড়িই খুলনায়। মিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আজ বৃহস্পতিবার আক্দ হয়ে যাওয়ার কথা জাতীয় দলের এই অলরাউন্ডারের। যদিও এই বিষয়ে মিরাজ নিজে কিছু নিশ্চিত করে বলতে চাননি। জাতীয় দলের তারকা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হকের বিয়ে ১৯ এপ্রিল। ঘরোয়াভাবে নয়, মুমিনুলের বিয়েটা হবে আনুষ্ঠানিকভাবেই। মুমিনুল জানালেন, বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। ইনশা আল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব। কনে ফারিহা বাশার থাকেন মিরপুর ডিওএইচএসে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বসছেন বিয়ের পিড়িতে। ২২ মার্চ শুক্রবার কনে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে মোস্তাফিজকে। খুব অল্পদিনে তারকা বনে যাওয়ায় এই ক্রিকেটারের বিয়ের দিনক্ষণ ঠিক হবে তখনই। মোস্তাফিজের সেঝো ভাই মোকলেসুর রহমান বলেন, শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের বাড়িতে আসবে মোস্তাফিজকে দেখতে। সেখানে আলোচনা করে বিয়ের দিনক্ষণ ঠিক হবে। পারিবারিক আয়োজনে মায়ের সম্মতিতেই বিয়ে করছে মোস্তাফিজ। আর বিয়েটাও হচ্ছে নিজেদের মধ্যেই। মায়ের ইচ্ছা আর পরিবারের চাওয়াতেই বিয়ে করছেন মোস্তাফিজ তিনি আরও জানান, আসন্ন বিশ্বকাপের পর বিয়েটা সম্পন্ন হবে বিয়েটা প্রথমে কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামে নিজেদের বাড়িতেই অনুষ্ঠিত হবে। এরপর বিসিবি কর্মকর্তা, খেলোয়াড় ও শুভাকাঙ্খীদের নিয়ে ঢাকাতে অনুষ্ঠানের আয়োজন করা হবে। কনে সুমাইয়া ইয়াসমিনের বাড়ি পাশ্ববর্তী দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App