×

পুরনো খবর

গরমেও যদি ফাটে পা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০৪:৫৮ পিএম

গরমেও যদি ফাটে পা
পায়ের গোড়ালি ফাটা খুবই সাধারণ একটি সমস্যা। ভাবছেন শীতকাল তো শেষ হয়েছে, গরমকালে কি আর গোড়ালি ফাটে? কিন্তু এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। কারণ যাদের গোড়ালির চারপাশের ত্বক শুষ্ক যাদের গোড়ালির ত্বক একটু মোটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে অতিরিক্ত ওজন হলে জুতার পেছনে খোলা হলে পা ফেটে যায় বয়স বাড়ার কারণে ত্বকের পরিবর্তনে দীর্ঘক্ষণ ভেজা পরিবেশে থাকলে বা স্যাঁতস্যাঁতে বাথরুম এ থাকলে জুতার সাইজ ঠিক না হলে একজিমা, থাইরয়েড ডিজিজ, ডায়াবেটিস জাতীয় অসুখ থাকলে শুষ্ক ও অস্বাস্থ্যকর পরিবেশ ভিটামিন, মিনারেলস এবং জিঙ্ক এর অভাব নিষ্ক্রিয় ঘর্মগ্রন্থি   চিকিৎসা ও প্রতিকার একবার যদি গোড়ালি ফেটে যায় প্রথমেই পা পরিষ্কার রাখতে হবে নতুবা ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে। পা ফেটে গেলে বেশি ঘষা যাবে না, এতে রক্তপাত হতে পারে। উষ্ণ গরম পানিতে লেবু এবং শ্যাম্পু দিয়ে পা ডুবিয়ে রাখুন ২০ মিনিট তারপর হালকা করে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। যদি অনেক বেশি রক্তপাত হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভ্যাসলিন বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন একটু পরপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App