×

জাতীয়

আজ আবিরে রঙিন হওয়ার দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১১:৩৩ এএম

আজ আবিরে রঙিন হওয়ার দিন
আজ আবিরে রঙিন হওয়ার দিন

আজ ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মালম্বীদের আবির খেলা ছবি : শাহাদত হোসেন

আজ আবিরে রঙিন হওয়ার দিন

আজ ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মালম্বীদের আবির খেলা ছবি : শাহাদত হোসেন

আজ আবিরে রঙিন হওয়ার দিন

আজ ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মালম্বীদের আবির খেলাছবি : শাহাদত হোসেন

আজ আবিরে রঙিন হওয়ার দিন

আজ ঢাকেশ্বরী মন্দিরে তরুণ-তরুণীদের আবির খেলাছবি : শাহাদত হোসেন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা আজ। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আবিরের রঙে রঙিন হওয়ার এই উৎসবে মাতবেন শিশু থেকে বয়স্করা। পরস্পরকে রঙের আবির মাখিয়ে দিনভর মেতে থাকবেন আনন্দে। রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজার, লক্ষ্মীবাজারসহ নগরীর হিন্দু অধ্যুষিত এলাকায় আজ দোল উৎসব উদযাপিত হবে। কয়েকদিন আগে থাকতেই পুরান ঢাকায় বিভিন্ন রঙের দোকানে বিক্রি শুরু হয়েছে নানা ধরনের রঙ। [caption id="attachment_126915" align="aligncenter" width="700"] আজ ঢাকেশ্বরী মন্দিরে তরুণ-তরুণীদের আবির খেলা
ছবি : শাহাদত হোসেন[/caption] দোল উৎসবের আলাদা মর্ম ও মাহাত্ম্য যোগ করেছেন বৈষ্ণব অনুসারীরা। একে হোলি নামেও অভিহিত করা হয়। তবে বলা হয়ে থাকে, আদিতে দোল এবং হোলি ছিল আলাদা। বর্তমানে দুটি উৎসব একীভ‚ত হয়েছে। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। বৈষ্ণব বিশ্বস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্য গোপীদের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। [caption id="attachment_126919" align="aligncenter" width="700"] আজ ঢাকেশ্বরী মন্দিরে যুবকদের আবির খেলা  ছবি : শাহাদত হোসেন[/caption] পন্ডিতদের মতে, রাধাকৃষ্ণের দোলনায় দোলা বা দোলায় গমন করা থেকেই ‘দোল’ কথাটির উৎপত্তি। বাঙালির দোল বৈষ্ণব ধর্মাশ্রিত একটি উৎসব হলেও রবীন্দ্রনাথ দোলযাত্রার ধর্মীয় অংশকে বাদ দিয়ে তার সাংস্কৃতিক দিকটিকে নিয়ে একে ‘বসন্ত উৎসব’-এ রূপান্তরিত করেন। খানিকটা সেই সূত্র ধরেই দোল প্রীতির উৎসব, প্রেমের উৎসব। [caption id="attachment_126921" align="aligncenter" width="700"] আজ ঢাকেশ্বরী মন্দিরে তরুণ-তরুণীদের আবির খেলাছবি : শাহাদত হোসেন[/caption] দোলযাত্রা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনসহ বিভিন্ন মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ^রী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে। পূজা ও কীর্তন শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং প্রসাদ বিতরণ দুপুর ১২টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App