×

জাতীয়

শাহবাগ ছেড়ে দিল শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০৫:৪৯ পিএম

শাহবাগ ছেড়ে দিল শিক্ষার্থীরা

শাহবাগ মোড়

বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী নিহতের ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর ধীরে ধীরে শাহবাগ ছাড়তে শুরু করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার হাসান আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন।

শিক্ষার্থীদের শাহবাগ ছাড়ার ঘোষণা দিয়ে শাহরিয়ার হাসান সাংবাদিকদের বলেন, আমরা বিইউপি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করেছি। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। আজকের মতো আমাদের আন্দোলন স্থগিত ঘোষণা করছি।

এর আগে সকালে আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হয় ঢাবি শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল সহকারে বেলা সোয়া ১১টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গতকাল মঙ্গলবার সকালে বাসচাপায় নিহত হন বিইউপি ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App