×

জাতীয়

রামগড়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০৫:১২ পিএম

রামগড়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
“বিজ্ঞান ও প্রযুক্তি- অগ্রগতির মূল শক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে দুই দিনব্যাপী ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে টাউনহলে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত। এসময় বক্তারা বলেন, বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। তাই সরকার দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন। এছাড়া বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের অন্যতম মাধ্যম। পড়া লেখার পাশাপাশি সন্তানদের বিজ্ঞান মনষ্কতা সৃষ্টি ও ধারণা দেয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান বক্তারা। পিআইও রিয়াদ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন, মৎস্য অফিসার বিজয় কুমার দাশ, সরকারী কলেজের প্রভাষক মনির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কায়ছার, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন, বালিকা বিদ্যালয়ের ছাত্রী আফরোজা আক্তার, সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র শ্রীজন সিংহ। পরে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে মেলায় অংশ নেয়া উপজেলার ৭টি স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২টি বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App