×

জাতীয়

মেধার বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাও প্রয়োজন : সুবিদ আলী ভূঁইয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০৪:০৬ পিএম

মেধার বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাও প্রয়োজন : সুবিদ আলী ভূঁইয়া
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, ছেলেমেয়েদের মেধার বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চাও প্রয়োজন। খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ রাখবে। আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়ার মাধ্যমে তারা মননশীল ও সু-নাগরিক হয়ে গড়ে উঠবে। বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীরায়েরচর সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বেগম মাহমুদা ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন প্রমূখ। এর আগে বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধন করেন সুবিদ আলী ভূঁইয়া। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App