×

খেলা

ভারতকে ক্ষতিপূরণ দিল পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০২:২৭ পিএম

ভারতকে ক্ষতিপূরণ দিল পাকিস্তান
ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা করেছে। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। যেখানে এ সময়ের মধ্যে অন্তত ছয়টি সিরিজ খেলার কথা ছিল। অবশেষে তারা ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির দ্বারস্থ হয়েছিল। আইসিসির বিবাদ মীমাংসাকারী কমিটির কাছে করা একটি মামলায় করেছিল পিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ড আমাদের সঙ্গে অন্যায় করেছে। বারবার আশা দেখিয়েও সিরিজ আয়োজন করেনি। পাকিস্তানে তো আসেনি, আবার নিজেদের দেশেও ডেকে পাঠায়নি। অন্তত ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলতে না পারায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্ভাব্য আয়ের অঙ্কটা কমে গেছে বহুগুণ। তাই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ব্যর্থতায় ভারতের কাছে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল। কিন্তু এ মামলায় হেরে উল্টো ভারতীয় ক্রিকেট বোর্ডকেই (বিসিসিআই) ১৩ কোটি টাকা জরিমানা দিয়েছে। বিষয়টি জানিয়েছেন পিসিবি প্রধান সভাপতি এহসান মানি। তিনি বলেছেন, আইসিসির কাছে পাকিস্তানের একটি মামলা ছিল এবং তার ক্ষতিপূরণ বাবদ আমাদের ১.৬ মিলিয়ন ডলার দিতে হয়েছে ভারতীয় বোর্ডকে (বিসিসিআই)। এর বাইরেও আইনি ফি আর ভ্রমণ খরচের দায় টানতে হয়েছে পিসিবিকে। প্রায় এক বছর যুক্তি খণ্ডন শেষে মামলায় পরাজিত হয়েছে পকিস্তান। ভারতীয় বোর্ড দাবি করে, দ্বিপক্ষীয় সিরিজ খেলার বিষয়ে মৌখিক আলোচনা হলেও এ মর্মে কোনো ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। তাই মামলা লড়তে গিয়ে আইনি পরামর্শ, আইনজীবীর ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ বড় অঙ্ক খরচ হয়ে যায় বিসিসিআইর। আইসিসির নির্দেশ অনুযায়ী সেই খরচের টাকাটা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এর আগে ২০১৩ সালে সর্বশেষ সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান। এরপর আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট ছাড়া কখনো দ্বিপক্ষীয় সিরিজে মাঠে নামেনি। আর সাদা পোশাকে তো দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছিল সেই ২০০৭ সালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App