×

জাতীয়

ব্রিটিশ কাউন্সিলের ‘প্লে লার্ন অ্যাক্ট’ প্রকল্পের গ্র্যান্ড গালা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০৪:৪৬ পিএম

ব্রিটিশ কাউন্সিলের ‘প্লে লার্ন অ্যাক্ট’ প্রকল্পের গ্র্যান্ড গালা অনুষ্ঠিত
গতকাল ফুলার রোড কার্যালয়ে ‘প্লে লার্ন অ্যাক্ট’ প্রকল্পের গ্র্যান্ড গালা অনুষ্ঠানের আয়োজন করলো ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কালচারাল সেন্টার। এইচএসবিসি’র আর্থিক সহায়তায় ২০১৬ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে ব্রিটিশ কাউন্সিলের ‘প্লে, লার্ন, অ্যাক্ট’ প্রকল্প। বিভিন্ন কমিউনিটি কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি বই পড়ার উৎসাহদানে এবং ইংরেজি ভাষা ও ইংরেজিতে পড়ার দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে চালু হয় এ প্রকল্প। এ প্রকল্পের আওতায়, অংশগ্রহণকারী ২০ স্কুলে গ্রন্থাগার তৈরি করে দেয় ব্রিটিশ কাউন্সিল। পাশাপাশি, অংশগ্রহণমূলক শিক্ষাদান ব্যবস্থায় একশ’র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেয় প্রতিষ্ঠানটি। তিন বছরের মধ্যে ২২ হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অংশগ্রহণমূলক স্টোরিটেলিং সেশন এবং মূল্যায়ন পরীক্ষার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা ও ইংরেজিতে পড়ার অভ্যাস বৃদ্ধির সাথে সাথে তাদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহয়তা করে প্রকল্পটি। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রকল্পের গ্র্যান্ড গালা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের লাইব্রেরির মহাব্যস্থাপক মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা, এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অব লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি কমপ্ল্যায়েন্স শাওলি কামাল খান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু নিউটন এবং সংস্থাটির হেড অব কালচারাল সেন্টার তানভীর আলিম। অনুষ্ঠানে ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৫ শিক্ষার্থী বিজয়ীকে পুরস্কার হিসেবে পদক, ক্রেস্ট ও গিফট ব্যাগ দেয়া হয়। এরপর এ প্রকল্পের সফল বাস্তবায়নে প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সকল শিক্ষক, থানা জেলা কর্মকর্তা (টিইও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App