×

জাতীয়

টেকনাফে ৩৭ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০৩:২৩ পিএম

টেকনাফে ৩৭ হাজার পিস ইয়াবাসহ তিন পাচারকারী আটক
কক্সবাজারে টেকনাফে বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে ৩৭ হাজার ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে। ২০ মার্চ বুধবার সকালে র‌্যাব টেকনাফ বিজিবি রোড এলাকায় অভিযান ২৪ হাজার ৩ শ পিস ইয়াবাসহ দুই পাচারকারী ও গভীর রাতে বিজিবি ১৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করে। র‌্যাব জানায় র‌্যাবের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ২৪ হাজার ৩’ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত হলো গাজিপুর জয়দেবপুর কলেমেশ্বর এলাকার মুকুল আহমদের ছেলে জসিম উদ্দিন (৩৪) ও ফেনী সদরের চিলনিয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মোশাররফ হোসেন (৩৩)। র‌্যাব ১৫ এর টেকনাফ ক্যাম্প ইনচার্জ মির্জা শাহেদ মাহতাব জানান, র‌্যাব- ১৫ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় চারটি স্টীলের পাইপের ভেতর ইয়াবা পাচারকালে ২৪ হাজার ৩ শ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে। ক্যাম্প ইনচার্জ লে: মির্জা শাহেদ মাহতাব সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর দিকে টেকনাফে বিজিবি’র অভিযানে ১৩ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি নয়াবাজার কাচারপাড়া আব্দুল আলীমের ছেলে মোঃ শেখ আহমেদ (৫৩)। যার মূল্য উনচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা। বিজিবি জানায়, ২০ মার্চ গভীর রাতে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে খারাংখালী বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টহল দল হ্নীলা ইউপিস্থ খারাংখালী কাচারপাড়া টিলার উপরে অভিযান চালিয়ে ওই সব ইয়াবাসহ তাকে আটক করে। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার দায়ে ধৃত আসামীকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ (এক) বছরের বিনাশ্রম করাদন্ড ও নগদ ৫০০/- (পাঁচশত) টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট ১৩,০৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App