×

খেলা

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০২:০৭ পিএম

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মেয়েরা
নেপালের বিরাটনগরে অনুষ্ঠিত সাফ নারী ফুটবলে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল সেমিফাইনাল, আর দ্বিতীয় লক্ষ্য সেমিফাইনালে ভারতকে এড়ানো। প্রথমটা পূরণ হলেও দ্বিতীয় লক্ষ্য পূরণ হয়নি। স্বাগতিকদের কাছে হেরে ‘এ’ গ্রুপে রানার্স-আপ হওয়ায় আজকে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে সাবিনা-মারিয়াদের প্রতিপক্ষ প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন ভারত। শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। অন্য সেমিফাইনালে স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় স্বাগতিক নেপাল খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেমিফাইনালে ভারত প্রতিপক্ষ হওয়ায় বাংলাদেশের জন্য ফাইনালে ওঠা কঠিন। জাতীয় দলের লড়াইয়ে এখনো ভারতের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। আগে ৯ বার খেলে ভারতের সঙ্গে একটি ম্যাচ ড্র করতে পেরেছে শুধু। বাকি ৮ ম্যাচই হেরেছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাটা দুই দেশের মেয়েদের জাতীয় দলের বলেই ভারত পরিষ্কার ফেভারিট। বড় ধরনের অঘটনই কেবল বাংলাদেশকে তুলতে পারে ফাইনালে। বয়সভিত্তিক দলের খেলা হলে ম্যাচটিকে বলা যেত ফিফটি ফিফটি। কারণ গত কয়েক বছর ধরে বয়সভিত্তিক ফুটবলে উড়ছে বাংলাদেশের মেয়েরা। এ পর্যায়ের ফুটবলে ভারত কেন, অস্ট্রেলিয়া, কোরিয়ার মতো দলের সঙ্গে লড়াই করে বাংলাদেশ। কিন্তু সিনিয়র ফুটবলার না থাকায় জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা নেপালের কাছে এই টুর্নামেন্টে ৩-০ গোলের হারই তার তরতাজা প্রমাণ। গ্রুপ পর্বে বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের কাছে হেরে যায়। নেপালকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধেই ৩ গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যান মনিকারা। দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও হতাশায় আচ্ছন্ন মেয়েরা। মনিকা বলেন, নেপালের খেলোয়াড়রা আমাদের চেয়ে সিনিয়র এবং অভিজ্ঞ। আমরা অবশ্য নিজেদের ভুলে গোল খেয়েছি। তাই ভীষণ মন খারাপ আমাদের। সেদিনের সব ভুল শুধরে সেমিফাইনালে ভালো খেলতে চেষ্টা করব। নারী ফুটবলে, বিশেষ করে জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। তবে ভারতকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় লাল-সবুজ দল। মিডফিল্ডার মনিকা চাকমা সংবাদ মাধ্যমকে বলেন, ভারতের বিপক্ষে আমরা যথাসাধ্য চেষ্টা করব লড়াই করার। ওদের সঙ্গে সমান তালে খেলতে চাই আমরা। সেমিফাইনালে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। জয়ের কথা মুখে না বললেও ভালো ম্যাচের প্রতিশ্রুতি দিয়েছেন ভুটান ম্যাচে গোল করা মিডফিল্ডার ইসরাত জাহান মৌসুমী। তিনি বলেন, সেমি ডু অর ডাই ম্যাচ। আমরা সেভাবে খেলার চেষ্টা করব। মেয়েরা যদি প্রত্যেকে নিজেদের খেলাটা খেলতে পারে, তাহলে একটা ভালো খেলা হবে। এদিকে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ৭ গোল করে দেশকে শিরোপা এনে দেয়া সিরাত জাহান স্বপ্নাও সেমিফাইনালে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে বলেন, আসলে চেষ্টা তো করছি। কিন্তু গত দুই ম্যাচে হয়নি। নেপালের বিপক্ষে ম্যাচটা তো দেখলেন, বক্সের বাইরে থেকে নেয়া শটটা কিপারকে পরাস্ত করলেও গিয়ে লাগল ক্রসবারে। এই যে হয়নি, এটা নিয়ে স্যারদের (কোচ) সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, চেষ্টা করো, হয়ে যাবে। সেমিফাইনালেই সেটা করে দেখাতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App