×

তথ্যপ্রযুক্তি

গুগল ইনবক্স বন্ধ হচ্ছে এপ্রিল মাসে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০৫:০৭ পিএম

গুগল ইনবক্স বন্ধ হচ্ছে এপ্রিল মাসে
জিমেইল ব্যবহারকারীদের জন্য চালু করা ‘ইনবক্স’ অ্যাপের সেবা বন্ধ হচ্ছে আগামী এপ্রিল মাসে।গুগলের পক্ষ থেকে আগেই সেবাটি বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। সম্প্রতি ইনবক্সের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এপ্রিলের ২ তারিখ সেবাটি বন্ধ হয়ে যাবে।২০১৪ সালের ২২ অক্টোবর ইনবক্স অ্যাপ সবার জন্য উন্মোচন করা হয়েছিল। আধুনিক ই-মেইল সেবা প্রদান করাই ছিল এর উদ্দেশ্য। ইনবক্স অ্যাপে ম্যাসেজ থ্রেডিং, প্রয়োজনীয় বা প্রায়োরিটি বেসিসে মেইল আলাদা করা, মেইলের উত্তর দেয়া বা সোয়াইপ জেসচারের মাধ্যমে একাধিক ই-মেইল একই ইনবক্সে দেখানোর মতো ফিচারগুলো দেয়া হয়েছিল। এছাড়া, একাধিক ই-মেইল একত্র করে বান্ডেল তৈরি, ই-মেইলের বডি থেকে সরাসরি টু-ডু লিস্টে এন্ট্রি তৈরি করার ফিচারও ছিলো এতে।বর্তমানে ফিচারগুলো জিমেইল অ্যাপেই যুক্ত করা হয়েছে। তাই ইনবক্স না থাকলেও জিমেইল ব‍্যবহারকারীদের অসুবিধা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App