×

আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আইএসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০২:১৬ পিএম

ক্রাইস্টচার্চে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আইএসের
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত ১৫ মার্চে দুটি মসজিদে সন্ত্রাসীদের বন্দুক হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এই হামলার 'প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএসআইএস) এক মুখপাত্র। প্রায় ৬ মাস আত্মগোপনে থাকা আইএস নেতা আবু হাসান আল-মুহাজির নীরবতা ভেঙে ৪৪ মিনিটের এক অডিও টেপ প্রকাশ করেছেন। ঐ অডিও বার্তায় তিনি ক্রাইস্টচার্চ হামলার বিষয়ে কথা বলেছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সেই বক্তব্য প্রকাশ করা হয়েছে। হাসান আল-মুহাজির বলেন, দুই মসজিদে চালানো গণহত্যার দৃশ্যগুলো যারা বোকা তাদের জেগে ওঠা উচিত। আর তাদের ধর্মের ওপর হামলার প্রতিশোধ নেয়ার জন্য খিলাফতের সদস্যদের সমর্থন করা উচিত। ইরাক ও সিরিয়ায় বহুমুখী হামলায় একের পর এক ভূমি হারিয়ে এখন প্রায় ভূমিহীন হওয়ার পথে আইএস। শেষ অধ্যুষিত অঞ্চল সিরিয়ার বাঘিজে দেশটির সরকারি বাহিনী ও মার্কিন সমর্থনপুষ্ট বাহিনীর সঙ্গে লড়ছে তারা। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার দায়ে ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিককে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে নিউজিল্যান্ডের পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App