×

বিনোদন

আবৃত্তি একাডেমির প্রযোজনায় অনুষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০২:০২ পিএম

আবৃত্তি একাডেমির প্রযোজনায় অনুষ্ঠান
গত ১৭ মার্চ সন্ধ্যায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মঞ্চায়িত হলো আবৃত্তি একাডেমির ৫৭তম প্রযোজনা ‘কর্তৃত্ব গ্রহণ কর, নারী’। প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী হিমাদ্রি মোর্শেদ তাহমিনা। আয়োজনের শুরুতে ছিল অনুষ্ঠান। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী মদিনা, আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রেজীনা ওয়ালী লীনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক চেয়ারপারসন ড. কাবেরী গায়েন। অতিথিরা বাংলাদেশের নারী আবৃত্তি শিল্পীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। প্রযোজনা নিয়ে নির্দেশক হিমাদ্রি মোর্শেদ বলেন, প্রযোজনাটি মঞ্চে আনতে দলের সিনিয়র, জুনিয়র সব সদস্যের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। যদি প্রযোজনাটি দর্শক-শ্রোতাদের মনে এতটুকু জায়গা করে নিয়ে থাকে সেটাই আমার সার্থকতা। অনুষ্ঠানে বৃন্দ, গান ও একক মিলে মোট পনেরটি কবিতা আবৃত্তি করা হয়। আবৃত্তি করেন সংগঠনটির বর্তমান পরিচালক মৃন্ময় মিজান, সাবেক পরিচালক মাসুদ আহম্মেদ, সারমিন ইসলাম, পিউলি, হিমাদ্রি মোর্শেদ, আব্দুস সালাম, ইসহাক আলী, হাসনাইন আনজুম, টুম্পা, হাফসা, সুইশিমে, আলমাস এবং মিতুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App