×

বিনোদন

অণিমার নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০১:৩৩ পিএম

অণিমার নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’
ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে আজ থেকে দু’দিনব্যাপী ‘তৃতীয় সঙ্গীত উৎসব ২০১৯’ শুরু হতে যাচ্ছে। বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন মাঠে এই উৎসব প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে অণিমা রায়েরই উদ্যোগে এই বিশ^বিদ্যালয়ে ‘আন্তর্জাতিক সঙ্গীত উৎসব ২০১৭’ অনুষ্ঠিত হয়। আজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মীজানুর রহমান। উৎসবের শেষদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উৎসবের প্রথমদিনে অন্যান্য পরিবেশনার পাশাপাশি সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সঙ্গীত বিভাগের বিশেষ নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর নির্দেশনায় আছেন অণিমা রায়। নৃত্য পরিচালনায় আছেন ওয়ার্দা রিহাব। সঙ্গীত বিভাগের ৪২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App