×

খেলা

সিঙ্গাপুরে মোশাররফের অস্ত্রোপচার সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৫:০৩ পিএম

সিঙ্গাপুরে মোশাররফের অস্ত্রোপচার সম্পন্ন
ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় অস্ত্রোপচার। প্রায় সাড়ে তিন ঘন্টায় তার অস্ত্রোপচার করা হয়। নিউরো সার্জন ডাক্তার অ্যালভিন হংয়ের নেতৃত্বে সফল ভাবেই রুবেলের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর রুবেলের পরিবার জানায়, মোশাররফ রুবেলের জ্ঞান ফিরে এসেছে এবং তিনি সুস্থ আছেন, কথাও বলতে পারছেন। রুবেল সবার কাছে দোয়া চেয়েছেন। অস্ত্রোপচারের পর যে টিউমারটি বের করা হয়েছে তা বায়োপসির জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেতে তিন-চার দিন সময় লাগবে। বায়োপসি রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে যে পরবর্তী করনীয় কী হবে। গত ১০ মার্চ রাতে মোশাররফ রুবেলের ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর দ্রুত বিসিবির সহযোগিতা নিয়ে ১৪ মার্চ অপোরেশনের জন্য সিঙ্গাপুর যান মোশাররফ রুবেল। জাতীয় দলের জার্সি গায়ে মোশাররফ রুবেল পাঁচটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে বেশ সফল রুবেল। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৩০৫ রানের পাশাপাশি ৩৯২টি উইকেট নিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App