×

খেলা

শুরু হচ্ছে বিচ ফুটবল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৩:৪৪ পিএম

শুরু হচ্ছে বিচ ফুটবল
আগামী ২১, ২২ ও ২৩ মার্চ তিন দিনব্যাপী কক্সবাজার সমুদ্রসৈকত সিগাল পয়েন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফের (ফুটবলের জন্য আমরা) সহযোগিতায় চ্যানেল আই সপ্তমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘রানার-চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট’। পাওয়ার্ড বাই সাইফ পাওয়ারটেক। সাবেক তারকা ফুটবলারদের নিয়ে গঠিত মোট ৬টি দল খেলবে এ টুর্নামেন্টে। কক্সবাজার সমুদ্রসৈকতকে বিশে^র কাছে তুলে ধরা এবং বাংলাদেশের ফুটবলকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। গতকাল চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ওয়াফের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক। এ টুর্নামেন্ট সম্পর্কে আরো বক্তব্য রাখেন ওয়াফের সভাপতি স্থপতি মোবাশে^র হোসেন, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালক মো. ইকবাল হোসেন। বক্তারা এ ধরনের আয়োজনে বাংলাদেশ ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠান বাফুফের জোরালো সম্পৃক্ততা আশা করেন। এবার রানার-চ্যানেল আই বিচ ফুটবলে সাবেক তারকা ফুটবলারদের নিয়ে গঠিত ৬টি দল ১১টি ম্যাচ খেলবে। দুটি গ্রুপে ৬টি দলকে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে মোহামেডান মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স ও ব্রাদার্স মাস্টার্স। ‘বি’ গ্রুপে আবাহনী মাস্টার্স, ওয়াফ মাস্টার্স ও চট্টগ্রাম মাস্টার্স। সমুদ্রসৈকতের পাশে বিচ ফুটবল টুর্নামেন্ট মানেই সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলা। এবার তিন দিনব্যাপী এ টুর্নামেন্টকে উৎসবমুখর রাখার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। বিচ ফুটবলকে কেন্দ্র করে কক্সবাজারকে তিন দিনব্যাপী উৎসবমুখর রাখার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। রাতে খেলার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App