×

জাতীয়

রৌমারীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ১১:২৫ এএম

রৌমারীতে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন যাদুর চর বাইমমারী গ্রামে অগ্নিকান্ডে ৮টি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে। এতে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। সরেজমিনে গিয়ে জানাযায়, সোমবার ভোররাতে মোঃ নুর ইসলামের গোওয়াল ঘর হতে আগুনের সুত্রপাত হয়। তবে ধারনা করা হচ্ছে গোয়াল ঘরে মশা তারানোর কয়েল এর আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে অনেকে ধারনা করছেন। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, নুর ইসলাম, ছক্কু মিয়া, ফুলমিয়া, আমিনুল ইসলাম, মাইনুল, আনিছুল, আজিরণ, ও জয়ফুল। অগ্নিকান্ডে নুর ইসলামের ক্ষয়ক্ষতি হয় ১টি টিনের ঘর, ৩টি গরু। ছক্কু মিয়ার, ২টি ঘর, ৫টি গরু, ১০ মন ধান। আমিনুলের ১টি টিনের ৬০ হাত ঘর, ও ৫ লাখ নগদ টাকা ও ৫০ মন ধান পুড়ে যায়। মাইনুলের ১টি ৫০ হাত ঘর ও নগদ ৫০ হাজার টাকা। আনিচুল ইসলামের ১ টি ঘর, মোটর সাইকেল, ও নগদ ১লাখ টাকা। ফুল মিয়ার একটি ঘর , ১টি গরু, ও নগদ ৫০ হাজার টাকা। এমন ভাবে প্রত্যেকরই ধান চাল আসবাব পত্র, সব কিছু পুড়ে ভস্মিভুত হয়ে যায়। যারফলে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ গুলো সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। তিলতিল করে জমানো অর্থ সহায় সম্বল হারিয়ে হায় হুতাশ করছে। পড়েছে চরম খাদ্য সঙ্কটে। মাথা গোজার ঠাই নেই , খোলাকাশের নীচে মানবতর জীবন যাপন করছে। এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় জানান, আগুনে ক্ষতি গ্রস্থ্য পরিবারের তালিকা প্রনয়নের মাধ্যমে খাদ্য, বস্ত্র ও গৃহ নির্মনের জন্য টিনের ব্যাবস্থা করা হবে। তবে এলাকাবাসী আক্ষেপ করে বলেন, রৌমারীতে ৩ কোটি টাকা ব্যায়ে ফায়ার সার্ভিস নির্মাণ করে কি লাভ যাহা জনগণের কাজে আসেনা। দ্রুত ফায়ার সার্ভিসে গাড়ি ও জনবল সরবরাহের মাধ্যমে দূর্যোগ মোকাবেলায় সরকারের সহায়তা কামনা করেন এলাকাবাসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App