×

জাতীয়

মাধবপুরে ৬ বছরেও খোঁজ মেলেনি নিখোঁজ মহসিনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৫:২৯ পিএম

মাধবপুরে ৬ বছরেও খোঁজ মেলেনি নিখোঁজ মহসিনের
হবিগঞ্জের মাধবপুরে ৬ বছরেও উদ্ধার হয়নি নিখোঁজ হওয়া আফতাবুল আলম মহসিন। ভাই কে ফিরে পেতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আবেদন করেছেন মহসিনের বড় ভাই  পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তানজরুল আলম চৌধুরী।লিখিত আবেদন সুত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামের মরহুম খুর্শেদ আলম চৌধুরীর ৪ সন্তানের মধ্যে আফতাবুল আলম মহসিন সবার ছোট। অন্য ভাইয়েরা বাইরে চাকুরিতে থাকায় মহসিন বাড়িতে থেকে জায়গা সম্পত্তি দেখা শুনা করত। ২০১৩ সালের অক্টোবরে রাজনৈতিক গোলযোগ শুরুর এক সপ্তাহ আগে , কোরবানির ঈদের ৬ দিন আগে নিখোঁজ হয়। একই গ্রামের মৃত ফটকা মিয়ার ছেলে সোলেমান গংদের সঙ্গে মহসিনের বিরোধ ছিল। ২০০৮ সালের কোন এক সময় রাতের আধারে সোলেমান গংরা মহসিন কে তাদের বাড়ির টিউবয়েলের সঙ্গে বেঁধে রেখে মেরে ফেলতে চেয়েছিল। তাছাড়া সোলেমান মহসিনদের বাড়ির পুকুর থেকে মাছ চুরি ,গাছ-গাছড়া কেটে নিয়ে যেত। মহসিন প্রতিবাদ করতে গেলে তাকে নির্যাতন করা হত। মহসিন নিখোজ হলে তার ভাই নজরুল ইসলাম চৌধুরী ২০১৮ সালে কায়রোতে বাংলাদেশ দুতাবাসে অবস্থানকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সচিব বরাবর তার ভাইকে উদ্ধারের জন্য একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে মহা পুলিশ পরিদর্শক পর্যন্ত আবদেনটি অগ্রগতি হয়। আবেদনের প্রেক্ষিতে পুলিশ মহসিনের বাড়িতে গিয়ে বিষয়টি তদন্ত করেন। গত ২৬ জানুয়ারী পুলিশ ফের তদন্তে যান। মহসিনের ভাই নজরুল ইসলাম সোলেমান গংদের বিরুদ্ধে আরো তথ্য দিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব বরাবর আরো একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন তাদের পরিবারের অন্য সবার জীবনের হুমকির বিষয়ও জড়িত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App