×

খেলা

বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় ৩ টাইগার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৩:৩৮ পিএম

বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় ৩ টাইগার
ক্রিকেটে এখন বিশ্বের যে কোনো দেশের বিপক্ষেই সমানতালে লড়াই করার সামর্থ্য রয়েছে বাংলাদেশ দলের। নিজেদের দিনে ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও হেসে খেলে হারাতে পারে টাইগাররা। আর এর নেপথ্যে আছেন পাঁচ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই পাঁচ ক্রিকেটারকে একসঙ্গে ‘পঞ্চপাণ্ডব’ বলে ডাকা হয়। পঞ্চপাণ্ডবের মধ্যে তিন ক্রিকেটার জায়গা পেলেন বিশ্বের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকায়। গতকাল ২০১৯ সালের বিশ্বের বিখ্যাত ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে ইএসপিএন। সেই তালিকায় আছে মাশরাফি, সাকিব ও মুশফিকের নাম। এই প্রথমবার বিশ্বের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকায় স্থান করে নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বের ৭৮টি দেশের ৮০০ ক্রীড়াবিদের মধ্যে থেকে এই তালিকা করা হয়েছে। এ ক্ষেত্রে জোর দেয়া হয়েছে মূলত তিনটি বিষয়কে। এগুলো হলো গুগলে ওই নির্দিষ্ট খেলোয়াড়কে খোঁজার সংখ্যা (সার্চ করার পরিমাণ), ফেসবুক-টুইটারে তাদের অনুসারীর সংখ্যা এবং বিজ্ঞাপন থেকে আয়ের হিসাব। বিশ্বসেরা ক্রীড়াবিদদের এ তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব হাসান। তালিকায় তার অবস্থান ৯০ নম্বরে। টাইগারদের মিডলঅর্ডারের ভরসা বলে খ্যাত অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম তালিকায় সাকিবের চেয়ে দুই ধাপ পেছনে রয়েছেন। অর্থাৎ তার অবস্থান ৯২ নম্বরে। আর যার অসাধারণ নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দলে পরিণত হয়েছে সেই মাশরাফি বিন মুর্তজা বিশ্বের সেরা ক্রীড়াবিদের এ তালিকার ৯৮ নম্বরে রয়েছেন। ইএসপিএন প্রকাশিত এ তালিকায় শীর্ষে আছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেবরন জেমস রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। আর স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি আছেন তিন নম্বরে। এ তালিকার চার নম্বরে আছেন ফরাসি ক্লাব পিএসজির ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। সাকিব, মুশফিক ও মাশরাফি ছাড়াও বিশ্বেসেরা ক্রীড়াবিদের তালিকায় আরো বেশ কয়েকজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের অবস্থান তালিকার ৭ নম্বরে। ক্রিকেটারদের মধ্যে কোহলির পরেই আছেন মহেন্দ্র সিং ধোনি। সম্মিলিতভাবে ১৩ নম্বরে রয়েছেন এই উইকেটকিপর-ব্যাটসম্যান। এ ছাড়া তালিকায় জায়গা পাওয়া অন্য ক্রিকেটাররা হলেন যুবরাজ সিং (১৮), সুরেশ রায়না (২২), রোহিত শর্মা (৪৬), রবিচন্দ্রন অশি^ন (৪২), হরভজন সিং (৭৪) ও শিখর ধাওয়ান (৯৪)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App