×

খেলা

এবার টি-টোয়েন্টির লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৩:৫১ পিএম

এবার টি-টোয়েন্টির লড়াই
টেস্ট ও ওয়ানডের লড়াই শেষ। এবার পালা টি-টোয়েন্টিতে শ্রেষ্ঠত্ব প্রমাণের। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ। ম্যাচটির ভেন্যু কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়াম এবং শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে সনি ইএসপিএন। টেস্ট সিরিজ দিয়ে শুরু হয় লঙ্কানদের দক্ষিণ আফ্রিকা সফর। ২ ম্যাচের ওই টেস্ট সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাসের জন্ম দেয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে টেস্টে হারের প্রতিশোধ নেয় ফাফ ডু প্লেসিসের দল। অর্থাৎ প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। অন্যদিকে লঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবার তাই টি-টোয়েন্টিতে শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় দুদল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন ডু প্লেসিস। তবে শেষ দুটি ম্যাচে খেলবেন না তিনি। তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন জে পি ডুমিনি। অপরদিকে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও লঙ্কানদের নেতৃত্বে আছেন অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুদলই জিতেছে সমান ৫টি করে ম্যাচ। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুদল ৩টি ম্যাচ খেলেছে। যেখানে লঙ্কানদের ২ জয়ের বিপরীতে প্রোটিয়াদের জয় ১টি। শ্রীলঙ্কার মাটিতে আবার দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাই ভারী। নিজেদের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। যেখানে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩টি ম্যাচ, আর শ্রীলঙ্কা ২টি। এ ছাড়া নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলেছে। যেখানে দুদলই জিতেছে একটি করে ম্যাচ। পরিসংখ্যান সমান হলেও র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার চেয়ে ৩ ধাপ এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এখন প্রোটিয়াদের অবস্থান পাঁচ নম্বরে। আর র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে আছে শ্রীলঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App