×

তথ্যপ্রযুক্তি

অ্যাপলের নতুন দুই আইপ্যাড বাজারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৫:০২ পিএম

অ্যাপলের নতুন দুই আইপ্যাড বাজারে
আইপ্যাড এয়ার সিরিজের নতুন দুই আইপ্যাড এনেছে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপল। মডেল দুটির মধ্যে একটি আইপ্যাড এয়ার ও আইপ্যাড মিনি। অ্যাপল জানিয়েছে, দুটি নতুন আইপ্যাড-এর ভিতরে থাকছে এ১২ বায়োনিক চিপ। থাকছে কোম্পানির রেটিনা ডিসপ্লে আর অ্যাপল পেন্সিল সাপোর্ট। নতুন মডেল লঞ্চ হলেও গত বছর লঞ্চ হওয়া আইপ্যাড গুলি বিক্রি চালিয়ে যাবে মার্কিন কোম্পানিটি। কী আছে আইপ্যাড এয়ার (২০১৯): নতুন এই আইপ্যাড এয়ার (২০১৯)-এ থাকছে একটি ১০.৫ ইঞ্চি এলইডি ব্যাকলিট রেটিনা ডিসপ্লে। যেটির মধ্যে থাকছে এ১২- বায়োনিক চিপ। যে চিপটি আইফোন এক্সএস আর এক্সএস ম্যাক্স ফোনেও একই চিপ ব্যবহার হয়েছে। ছবি তোলার জন্য ট্যাবলেটের পিছনে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে থাকছে ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছড়াও কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াইফাই ৮০২.১এসি (ওয়াইফাই ৫), ব্লুটুথ ৫.০ আর এলটিই। তবে ফেস আইডি থাকছে না। তবে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশানের জন্য থাকছে টাচ আইডি। আইপ্যাড মিনি (২০১৯): এই ট্যাবলেটে থাকছে ৭.৯ ইঞ্চি এলইডি ব্যাকলিট রেটিনা ডিসপ্লে। এই ট্যাবলেটের অন্য সব স্পেসিফিকেশন আইপ্যাড এয়ার (২০১৯)-এর সাথে এক। এই দুটি ট্যাবলেটের সাথেই অ্যাপল পেন্সিল আর স্মার্ট কি-বোর্ড বিক্রি করবে অ্যাপল। অ্যাপল-এর মতে, ২০১৮ সালের আইপ্যাড-এর থেকে ৭০ শতাংশ ভালো পারফর্মেন্স পাওয়া যাবে এই দুটি ট্যাবলেটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App