×

খেলা

শিরোপা জিতলেন মার্টেনস-সেবালেঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ০৩:৩৯ পিএম

শিরোপা জিতলেন মার্টেনস-সেবালেঙ্কা
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের নারী দ্বৈতের শিরোপা জিতেছেন বেলজিয়ামের এলিস মার্টেনস এবং বেলারুসের আরাইনা সেবালেঙ্কা। ফাইনালে গতকাল এ জুটি ৬-৩ ও ৬-২ গেমে হারান চেক প্রজাতন্ত্রের দুই টেনিসার কাটেরিনা সিনিয়াকোভা এবং বারবোরা ক্রেজসিকোভাকে। অন্যদিকে নারী এককের সেমিফাইনালে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনসিচকে হারিয়ে ফাইনাল উঠেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। জার্মান সুন্দরীর ৬-৪, ৬-২ গেমের জয়ে ফাইনালে ওঠার দৌড়ে ছিটকে পড়েন বেলিন্ডা। অন্য সেমিফাইনালে ফেভারিট এলিনা সভিতোলিনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন কানাডার বিয়ানা আন্ড্রেস্কু। বিয়ানার বিপক্ষে সভিতোলিনা হারেন ৩-৬, ৬-২ এবং ৪-৬ গেমে। পুরুষ এককের সেমিফাইনালে সুইস কিংবদন্তী রজার ফেদেরার প্রতিপক্ষে হিসেবে পেয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালকে। ইনজুরিতে নাদালের অব্যাহতির কারণে টেনিসপ্রেমীরা হাইভোল্টেজ একটি ম্যাচ উপভোগ করতে পারেনি, ফাইনালে ওঠে গেছেন ফেদেরারই। শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই এলিস মার্টেনস এবারের ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিস টুর্নামেন্টে খেলতে এসেছিলেন। নারী এককের প্রথম রাউন্ডে আমেরিকার আমান্ডা এনিসিমোভাকে হারালেও দ্বিতীয় রাউন্ডে হারেন চীনের ওয়াং কিয়াংয়ের বিপক্ষে। এরপর স্বপ্ন দেখেন দ্বৈত খেলায় শিরোপা জেতার। গতকাল ৯ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা আরাইনা সেবালেঙ্কার সঙ্গে জুটি বেঁধে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। প্রথমবারের মতো জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের দ্বৈত মুকুট। ম্যাচ শেষে এলিস বলেন, আমি মনে করি এটা (জয়) আমাদের মনে ছিল। সেজন্য আক্রমণাত্মক খেলেছি। ম্যাচে খুব কমই ভুল করেছি। তবে ফলটা এত ভালোভাবে আসবে বুঝতে পারিনি। যখন দুজন এক হয়ে খেললাম, জয়টাও পেয়ে গেলাম। আমাদের দুজনের জুটিতে দারুণ খেলা হয়। শিরোপা জেতার সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে সেবালেঙ্কা বলেন, আমরা খুব দ্রুত খেলেছি। আর সত্যিকার অর্থে প্রতিপক্ষকে কোনো সময় দেইনি। যেটা ম্যাচে খুব কাজে দিয়েছে। এর আগেও আমরা জুটি বেঁধে খেলেছি। তবে আগে দর্শকদের এত ভালো ম্যাচ উপহার দিতে পারিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App