×

খেলা

বিশ্বকাপের সেরা ৩ অলরাউন্ডার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ০৪:০৬ পিএম

বিশ্বকাপের সেরা ৩ অলরাউন্ডার
এগারো জন ক্রিকেটার নিয়ে তৈরি হয় একটি ক্রিকেট দল। একটি দলে স্বীকৃত কয়েকজন ব্যাটসম্যান যেমন থাকে, তেমনি থাকে কয়েকজন স্বীকৃত বোলার। আর যদি এমন এক বা একাধিক খেলোয়াড় থাকে, যে বা যারা ব্যাট-বল দুটোতেই পারদর্শী তবে দলে যুক্ত হয় বাড়তি শক্তিমত্তা, আসে ভারসাম্য। সাধারণত একজন অলরাউন্ডার বলতে তাকেই বুঝানো হয় যিনি দলের প্রয়োজনে ব্যাটিং যেমন করতে পারেন তেমনি বল হাতেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালনের সামর্থ্য রাখেন। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বলা হয় ক্যারিবিয়ান ক্রিকেটার স্যার গ্যারি সোবার্সকে। এ ছাড়া ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ অলরাউন্ডারদের প্রসঙ্গে উঠলে পাকিস্তানের ইমরান খান, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ভারতের কপিল ডেভের নামও অনায়াসে উচ্চারিত হয়। ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে ২৫০ বা তার বেশি রান করার পাশাপাশি বোলিংয়ে ১০ বা ততধিক উইকেট পাওয়া অলরাউন্ডারদের নিয়েই এ লেখা। বিশ্বকাপে এমন কীর্তি গড়েছেন ৩৭ জন ক্রিকেটার। তালিকায় সবার উপরে আছে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়ার নাম। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫টি বিশ^কাপে অংশ নিয়েছেন, খেলেছেন ৩৮টি ম্যাচ। ১৯৯২ সালে প্রথমবার বিশ^কাপে খেলেন জয়াসুরিয়া। ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারেননি এই লঙ্কান ক্রিকেটার। ৬ ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৭৪ রান। তখন তিনি ব্যাট করতেন ছয় নম্বরে। বল হাতেও ছিলেন একেবারে অনুজ্জ্বল। কোনো উইকেট পাননি সেবার। ১৯৯৬ সালে ভারত ও পাকিস্তানের সঙ্গে মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করে শ্রীলঙ্কা। ওই বিশ^কাপে নতুন এক জয়াসুরিয়াকে দেখতে পায় ক্রিকেটবিশ্ব। তাকে দিয়ে ইনিংস ওপেন করানোর সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার তখনকার কোচ ডেভ হোয়াইটমোর। পরিকল্পনা ছিল মারকুটে ব্যাটিং করে শুরুতেই দ্রুত কিছু রান তোলা। হতাশ করেননি জয়াসুরিয়া। পুরো বিশ^কাপ জুড়েই তিনি ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে ৬ ম্যাচে করেন ২ হাফ সেঞ্চুরিতে ২২১ রান। আর বল হাতে নেন ৭ উইকেট। সব মিলিয়ে বিশ্বকাপে ৩৮ ম্যাচে জয়াসুরিয়ার মোট রান ১ হাজার ১৬৫ এবং উইকেট ২৭টি। পারফরমেন্সের বিচারে বিশ্বকাপের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারদের তালিকায় সাবেক এই লঙ্কান ক্রিকেটার আছেন শীর্ষে। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ক্যারিয়ারে বিশ্বকাপের ৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। তার নামের পাশে আছে ১ হাজার ১৪৮ রান ও ২১ উইকেট। তালিকায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জ্যাক ক্যালিসের পরের নামটি তিলকারত্নে দিলশানের। সাবেক এই লঙ্কান ক্রিকেটার ওয়ানডে বিশ্বকাপের ২৭টি ম্যাচ অংশ নিয়ে করেছেন ১ হাজার ১১২ রান। আর উইকেট পেয়েছেন ১৮টি। ব্যাটে-বলে এমন দুর্দান্ত পারফরমেন্স স্বাভাবিকভাবেই দিলশানকে জায়গা করে দিয়েছে বিশ্বকাপের সেরা অলরাউন্ডারদের তালিকার তিন নম্বরে। এ তালিকার চার নম্বরে আছেন আরেক কিংবদন্তি শ্রীলঙ্কান অলরাউন্ডার অরবিন্দ ডি সিলভা। বিশ^কাপের ৩৫টি ম্যাচ খেলে তিনি করেছেন ১ হাজার ৬৪ রান। আর উইকেট পেয়েছেন ১৬টি। কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডসের নাম আছে বিশ্বকাপে সেরা অলরাউন্ডারদের তালিকায় পঞ্চম স্থানে। তিনি বিশ^কাপের ম্যাচ খেলেছেন মাত্র ২৩টি। মাত্র ২৩ ম্যাচে ব্যাট হাতে ১ হাজার ১৩ রান করার পাশাপাশি বোলিংয়ে ১০ উইকেট পেয়েছেন ভিভ রিচার্ডস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App