×

জাতীয়

তজুমদ্দিনে আচরণবিধি লংঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ০৪:৩৪ পিএম

তজুমদ্দিনে আচরণবিধি লংঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

নির্বাচনী বিধি লঙ্গন করে প্রচার গাড়ীতে ২টি মাইক ব্যবহারের চিত্র।

ভোলার তজুমদ্দিনে নির্বাচনী আইন লঙ্গন করে প্রচার গাড়ীতে দুইটি মাইক ব্যবহার করায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রচারককে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে তিনি ছাড়া পান। নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ দিদারুল আলম বলেন, সোমবার দুপুরে শশীগঞ্জ বাজারে উপজেলা পরিষদ নির্বাচন বিধি লঙ্গন করে প্রচার গাড়ীতে ২টি মাইক ব্যবহার করায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুর রহমান সুমনের (চশমা) প্রচারক কামাল উদ্দিনকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কামাল উদ্দিনকে উপজেলা নির্বাচন বিধি ২০১৬ এর ২১/১ ধারা অপরাধ করায় ৩২/১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কামাল উদ্দিনের পক্ষে প্রার্থী আরিফুর রহমান সুমন জরিমানার টাকা পরিশোধ করে তাকে ছাড়িয়ে নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App