×

জাতীয়

ডোমারে সংখ্যালঘু পরিবারকে নির্যাতনের মুল আসামী জেলহাজতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ০৪:৪৫ পিএম

ডোমারে সংখ্যালঘু পরিবারকে নির্যাতনের মুল আসামী জেলহাজতে
নীলফামারীর ডোমারে আজ সোমবার দুপুরে (১৮ই মার্চ)এক সংখ্যালঘুু পরিবারকে নির্যাতন মামলার মুল আসামী হুমায়ুন কবির রঞ্জুকে(৪৮) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে ডোমার থানা পুলিশ । জানা গেছে , উপজেলার পাংগা মটুকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর মটুকপুর গ্রামের তেলীপাড়া এলাকার বিমল চন্দ্র রায়ের পুত্র বিশ্বদেব চন্দ্র রায় (১৮) ও হুমায়ুন কবির রঞ্জুর মেয়ে জেমি আক্তার (১৮) একই সংগে মটুকপুর উচ্চ বিদ্যালয়ে একই ক্লাসে লেখাপড়া করত । জেমি আক্তার বর্তমানে নীলফামারী সরকারী মহিলা ডিগ্রী কলেজে এইচ এসসি পরীক্ষার্থী ।অপরদিকে বিশ্বদেব ডোমার সরকারী ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থী ।জেমি আক্তার কে দীর্ঘদিন বিভিন্ন মোবাইল থেকে উত্যক্ত করত বখাটেরা।এ ঘটনায় বিশ্বদেব বখাটেদেরকে মোবাইল নম্বর দিয়ে এ উত্যক্তর ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৫ ই মার্চ সকালেজেমি আক্তারের পিতা হুমায়ুন কবির রঞ্জু দলবল নিয়ে তার (বিশ্বদেব) বাড়ীতে এসে বোন মনিকা বালা (১৬)ও মা সমারী বালা (৪৫)কে মারধর করে । মোবাইল ও বাইসাইকেল নিয়ে যায়। এদিনই দুপুরে জেমি আক্তারের বড় চাচা আরিফে রব্বানী লাজু (৫০) হুমায়ুন কবির রঞ্জুর কেমি মৎস হ্যাচারীতে মোবাইল ও বাইসাইকেল দেওয়ার কথা বলে ডেকে আনে বিশ্বদেবের পরিবারকে হাত-পা বেধে মারধর করে । এর পর লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । মৃত কামিনী রায়ের পুত্র ভ্যানচালক বিমল চন্দ্র রায় (৫০),বিমলের মেয়ে মনিকা বালা (১৬),বিমলের স্ত্রী সমারী বালা(৪৫), বিমলের পুত্র বাসুদেব (২০) আহত হয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় ডোমার থানায় গত রবিবার (১৭ই মার্চ) ৮ জনকে আসামী করে মামলা করেছে ভুক্তভোগী বিমলের বড় ভাই ও মৃত কামিনী বর্ম্মন রায়ের পুত্র শান্তিপদ রায় । মামলা নং ০৮ । উক্ত মামলার মুল আসামী হুমায়ুন কবির রঞ্জুকে গ্রেপ্তার করে আজ সোমবার দুপুরে আদালতে পাঠালে বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এ ব্যাপারে আসামীর পরিবার জানায়, জেমি আক্তার (এইচ,এস,সি পরীক্ষার্থী ) কে দীর্ঘদিন কয়েকটি মোবাইল থেকে উত্যক্ত করত বখাটেরা।আমরা খোঁজ নিয়ে দেখি ,বিশ্বদেব (১৮) বিভিন্নজনকে জেমির মোবাইল নম্বর দিয়ে উত্যক্ত করছে । এ নিয়ে কথা বলার জন্য বিমল ও তার ছেলে বাসুকে হ্যাচারীতে ডাকলে কথা কাটাকাটির এক পর্যায়ে বিমলের ছেলে বাসু লাজুর নাকে ঘুষি মেরে দাতঁ উঠে ফেলে।এ সময় উভয়পক্ষে মারধরের ঘটনা ঘটে । এ ব্যাপারে ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী বেপারী জানান, একটি হিন্দু পরিবারকে অমানুষিকভাবে নির্যাতন করেছে ,এটা আইনগত কঠিন অপরাধ । মুল আসামী হুমায়ুন কবির রঞ্জু কে গ্রেপ্তার করে আদারতে প্রেরণ করা হয়েছে । অন্যদের ধরার জন্য অভিযান চলছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App