×

জাতীয়

উপজেলার দ্বিতীয় ধাপের ভোটও শান্তিপূর্ণ: ইসি সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৯, ০৬:৪৯ পিএম

উপজেলার দ্বিতীয় ধাপের ভোটও শান্তিপূর্ণ: ইসি সচিব

ছবি: ফাইল

দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলার ভোটও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আজ সোমবার ভোট শেষে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ প্রতিক্রিয়া জানান তিনি।

দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট সম্পন্ন হয়েছে। বিকেল ৪টায় ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা।

ইসি সচিব জানান, এ ধাপের ৭ হাজার ৩৯ কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রের ভোট স্থগিত করার তথ্য দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। বাকি সবখানে কোনো অনিয়মের তথ্য পাওয়া যায় নি।

দ্বিতীয় ধাপে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। অধিকাংশ এলাকায় ভোটার উপস্থিতি ব্যাপক ছিল বলে তথ্য পেয়েছি। কোথাও কোথাও কম উপস্থিতি ছিল। তবে সব মিলিয়ে প্রথম ধাপের (৪৩%) চেয়ে ভোটের হার বেশি হবে বলে আশা করি, বলেন হেলালুদ্দীন আহমদ।

এবার উপজেলার ভোট হচ্ছে পাঁচ ধাপে। এর মধ্যে প্রথম ধাপের ভোট শেষ হয় ১০ মার্চ। নানা অনিয়মের কারণে সেদিন ২৮টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়; গ্রেফতার করা হয় অন্তত তিনজন ভোটগ্রহণ কর্মকর্তাকে। তারপরও প্রথম ধাপের ভোটগ্রহণকে ‘মোটামুটি শান্তিপূর্ণ’ বলেছে নির্বাচন কমিশন।

দলীয় প্রতীকে এই প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হলেও বিএনপিসহ বেশিরভাগ দলের বর্জনের কারণে প্রথম দফার ভোটে লড়াইয়ের আমেজ দেখা যায়নি। সেদিন ভোট পড়ে ৪৩ শতাংশ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রথম ধাপে ২৮ জন ও দ্বিতীয় ধাপে ৪৮ জন বিনা ভোটে নির্বাচিত হন।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মার্চ তৃতীয় ধাপে, ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলাগুলোতে হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

মাহবুব তালুকদার ব্যক্তিগত অভিমত উপজেলা ভোটকে সামনে রেখে সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, এককভাবে মাহবুব তালুকদার এ বক্তব্য দিয়েছেন, কমিশনে আলোচনা হয় নি। এটা তার ব্যক্তিগত অভিমত।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানান, ‘এবারের উপজেলা নির্বাচনে শতাধিক ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তা নিয়ে প্রশ্ন তুলে মাহবুব তালুকদার বলছেন, যা প্রতিদ্বন্দ্বিতা নয়, তা নির্বাচন হয় কী করে?... স্থানীয় সরকারের নির্বাচন ও ব্যবস্থাপনা পদ্ধতি সংস্কার করে ইসির হাতে আরো ক্ষমতা দেওয়া প্রয়োজন।’

সংবাদ সম্মেলনের সময় ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App