×

জাতীয়

মন্দির-গির্জায় র‌্যাবের নিরাপত্তা জোরদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ১০:৪২ পিএম

মন্দির-গির্জায় র‌্যাবের নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর পটুয়াখালীর বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮।

আজ রোববার সকাল থেকে বিভিন্ন উপাসনালয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

র‌্যাব-৮ জানায়, পটুয়াখালী সদর উপজেলার মাটিভাঙার শান্তিরানী গির্জা, কলাপাড়ার নীলগঞ্জ সদরপুর খ্রিষ্টানপাড়া, শহরের তিতাস মোড়ের বৌদ্ধবিহার, বরগুনার পাথরঘাটার কালমেঘার গির্জা, বেতাগির দেশান্তরকাঠি এলাকার উপাসনালয়সহ বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি সোয়েব আহমেদ খান বলেন, নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় কয়েক স্তরের বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে সন্ত্রাসীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের হামলা ও নাশকতা চালাতে না পারে। এ বিষয়ে কঠোর নজরদারি রেখেছে র‌্যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App