×

জাতীয়

দাউদকান্দিতে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ০৪:৩০ পিএম

দাউদকান্দিতে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা
কুমিল্লার দাউদকান্দিতে চাঁদার দাবিতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে পৌরসভার দৌলতপুর গ্রামের বিল্লাল হোসেনর ছেলে মারুফ হোসেনের বাড়ীতে এ হামলার ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ চারজন আহত হয়। হামলার ঘটনায় দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ করলেও হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শী ও এলাকবাসী জানায়, দাউদকান্দি পৌরসভার দৌলতপুর গ্রামের বিল্লাল হোসেনর ছেলে মারুফ হোসেন দীর্ঘ পাঁচ বছর পর পনেরদিন আগে সিঙ্গাপুর থেকে দেশে আসেন। দেশে আসার পর একই গ্রামের আঁ কাদেরর ছেলে কাসেম, আক্তার ও মোবারকের ছেলে নেকবর হোসেন একলাখ চাঁদা দাবী করে। চাদাঁর টাকা না দিলে সে বিয়ে করতে পারবে না এমন হুমকি দেয়। এর দুইদিন পরে প্রায় একলাখ টাকা মূল্যের একটি গরু নিয়ে যায়। এ নিয়ে প্রবাসীর মা মাজেদা বেগম তাদেরকে গালমন্দ করলে ক্ষিপ্ত হয়ে আবারও দেখে নেয়ার হুমকি দিলে প্রবাসীর পরিবার শনিবার স্থানীয় কমিশনারের কাছে বিচার প্রার্থনা করেন। কেনো কমিশনারকে জানানো হলো এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতেই নেকবর ও আক্তারের নেতৃত্বে ১০/১২জন দেশীয় অস্ত্র নিয়ে মারুফ হোসেনর বাড়ীতে হামলা করে মা মাজেদা ও বোন এসএসসি পরীক্ষার্থী জয়া আক্তারসহ চারজনকে আহত করে এবং নগদ স্বর্ণালংকারসহ প্রায় পাঁচলাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেন মারুফ হোসেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আহত মাজেদা বেগম বলেন, আমার ছেলে বিয়ে করতে ছুটিতে দেশে আসার পর পাশের বাড়ীর নেকবর ও আক্তারসহ কয়েকজন মিলে একলাখ টাকা চাদাঁ দাবি করে। না দিলে রাতে আমার একটি গরু নিয়ে যায়। কমিশনারকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে বাড়ীতে হামলা চালায় এবং আমার ছেলে, মেয়েসহ আমাকে লোহার পাইপ ও রট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। পরে ঘরে ডুকে আলমারী ভেঙ্গে বিয়ের জন্য আনা গহনা ও নগদ তিনলাখ টাকা নিয়ে যায়। কমিশনার শেফালী আক্তার জানান, চাঁদা দাবির বিষয়টি আমাকে জানানোর পর বিষয়টি নিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করে সমাধান করে দিব বলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেই। কিন্তু রাতেই এ হামলা ও লুটপাটের ঘটনা খুবই দুঃখজনক। দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App