×

জাতীয়

গণভবনের পথে ডাকসুর নবনির্বাচিত নেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ০৩:১৯ পিএম

গণভবনের পথে ডাকসুর নবনির্বাচিত নেতারা
গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। শনিবার দুপুর ২টার দিকে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে চেপে তারা রওনা হয়েছেন। সেখানে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সাক্ষাৎ করবেন ডাকসু নেতারা। ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, ডাকসুর ২৫ জন ও হল সংসদের ২৩৪ জন নেতা বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঢাবির পরিবহন ম্যানেজার কামরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের আটটি বাস এবং পাঁচটি মিনিবাসে করে ডাকসু নেতারা গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল থেকেই ভিসির কার্যালয়ের সামনে সব বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন বলেন, ডাকসুতে জয়ীদের পাশাপাশি আমি এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতাও যাচ্ছি। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী ফোনে আমন্ত্রণ জানান ডাকসু এবং হল সংসদে নির্বাচিতদের। গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি (ভিপি) ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩ টিতেই জয় পায় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ভোটে বেশির ভাগ পদে নির্বাচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App