×

আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চের হামলায় ব্রেন্টনকে আদালতে হাজির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ১১:০২ এএম

ক্রাইস্টচার্চের হামলায় ব্রেন্টনকে আদালতে হাজির
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলিতে ৪৯ জনকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্রেন্টন টারান্টকে আদালতে হাজির করা হয়েছে। ২৮ বছর বয়সী ব্রেন্টন টারান্টকে স্থানীয় সময় শনিবার সকালে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে তা বলা হয়েছে। অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই ব্রেন্টনের বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। আদালতে হাজির করার সময় ব্রেন্টন টারান্টের গায়ে সাদা রঙয়ের শার্ট এবং হাতে হাতকড়া ছিল। তার পক্ষ থেকে কোনো জামিনের আবেদন পড়েনি। মামলার শুনানির জন্য আগামী ০৫ এপ্রিল তাকে আবারও আদালতে হাজির করা হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেছেন, ব্রেন্টন ট্যারেন্টের নামে পাঁচটি বন্দুক ও একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। এসময় তিনি আরও বলেন, আমাদের অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App