×

খেলা

‘সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারলেই খেলতে যাবে বাংলাদেশ : পাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০১:৫১ পিএম

‘সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারলেই খেলতে যাবে বাংলাদেশ : পাপন
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে দুটি মসজিদে হামলার ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার গুলশানের নিজের বাসভবনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের মাঝে টাইগারদের নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে পাপন বলেন, ‘এরপর থেকে যেখানেই দল যাক না কেনো ,আমাদের মিনিমাম পাওনা নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করে যেতে হবে। সেটা যারা দিতে পারবে তাদের সেখানেই আমরা খেলতে যেতে পারবো, এছাড়া খেলতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’ উল্লেখ্য শুক্র বারের (১৫ মার্চ) জুমার নামাজ আদায়ের জন্য নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর মসজিদে যাওয়ার সময় মসজিদের কাছাকাছি যেতেই গোলাগুলির শব্দ শুনে এক নারীও সতর্কও করে দেন সেদিকে না যেতে। অনেকটা দৌড়ে ক্রিকেটাররা ফিরেন টিম বাসে। কিন্তু সমস্ত সড়ক বন্ধ থাকায় যেতে পারছিলেন না। ঘন্টাখানিক পর পার্কের মধ্য দিয়ে হেটে স্টেডিয়ামে পৌঁছান ক্রিকেটাররা। জানা গেছে ক্রিকেটাররা সবাই নিরাপদে ও সুস্থভাবে টিম হোটেলে পৌঁছেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App