×

জাতীয়

রামগড়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০৩:৩৬ পিএম

রামগড়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
“নিরাপদ মানসম্মত পণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি রামগড়ে শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিতে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ, খাদ্য কর্মকর্তা জ্ঞানেন্দু চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, সাবকে ছাত্রলীগ নেতা শাহআলম, বাজার কমিটির সভাপতি আবুল হাশেম খাঁ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, বালকিা ও সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, রামগড় বাজার কমিটির সদস্য, সচেতন গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। সভায় বক্তাগন বলেন, আইনকে সম্মান দেখিয়ে সকলের কথা বিবেচনা করে নিরাপদ খাদ্য সরবরাহ অধিকাংশ ক্ষেত্রে নিশ্চিত করণের লক্ষে ব্যবসায়ী এবং হোটেল মালিকদের প্রতি আহবান জানান। পরে বিভিন্ন বিষয়ে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে ক্রেস, সনদ পত্র, নগদ অর্থ প্রদান করেন অতিথি বৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App