×

জাতীয়

মতলব উত্তরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০৩:২৭ পিএম

মতলব উত্তরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
‘নিরাপদ মানসম্মত পণ্য’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫মার্চ শুক্রবার সকালে উপজেলার ছেংগারচর পৌর বাজারে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। ছেংগারচর পৌর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি আলহাজ¦ মো. মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও সদস্য নাজমুল খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া। বক্তব্য রাখেন- ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সম্পাদক নাছির উদ্দিন ফরাজী, সহ-সভাপতি শাহাজাহান ঢালী, উপদেষ্টা কমিটির সদস্য ডা. কাউসার মেহেদী, সাংবাদিক ইসমাঈল খান টিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সদস্য মনিরুল ইসলাম, ব্যবসায়ী আমিনুল হক বেপারী, গোলাম কিবরিয়া মন্টু প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App