×

জাতীয়

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অহ্বান সাবেক অর্থমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০২:৩০ পিএম

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অহ্বান সাবেক অর্থমন্ত্রীর
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী এসএম নুনু মিয়াকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নুনু মিয়া নিতান্তই সহজ-সরল একজন মানুষ। যে মানুষটি সারাজীবন জনসেবার তরে শুধু নিজেকে বিলিয়েই যাচ্ছেন, সামনে সুযোগ এসেছে তাকেও কিছু দেবার। তাই ১৮ মার্চ চোখ বুজে নুনু মিয়াকে নৌকা প্রতীকে ভোট দিবেন। তিনি বিজয়ী হলে বিশ্বনাথ উপজেলার উন্নয়নের কোনো ঘাটতি হবে না। বৃহষ্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এসএম নুনু মিয়ার সমর্থনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ সদরের নতুন বাজারের অটোরিকশা স্ট্যান্ডে এই পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মকদ্দুছ আলী ও সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহীদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র। বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এসএম নুনু মিয়া, আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলতাব হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জুলিয়া বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি সমছু মিয়া, আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বর্তমান সভাপতি শীতল বৈদ্য, যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় ও বিশ্বনাথ সরকারী কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ। পথসভায় নেতাকর্মীদের নিয়ে যোগ দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান। এসময় উপজেলা জাতীয়পার্টির একাংশের নেতাকর্মীরা নুনু মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তাকে সমর্থন জানান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App