×

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলায় ২৭ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ১১:২৭ এএম

নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলায় ২৭ জনের মৃত্যু
নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলায় ২৭ জনের মৃত্যু
নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলায় ২৭ জনের মৃত্যু

ফাইল ছবি

নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলায় ২৭ জনের মৃত্যু
নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলায় ২৭ জনের মৃত্যু
নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলায় ২৭ জনের মৃত্যু
নিউজিল্যান্ডে মসজিদে বন্দুকধারীর হামলায় ২৭ জনের মৃত্যু
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত ও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়ও ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তবে তারা সবাই নিরাপদে আছেন। খবর রয়টার্সের নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারী সন্ত্রাসী হামলার' বর্ণনা করে হত্যার আগে টুইটারে একটি ৮৭ পৃষ্ঠার ম্যানিফেস্টো পোস্ট করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল। একটি ভিডিও দেখায় যে মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা হিসাবে মানুষের ওপর একাধিক শটগানের গুলি করে। একজন সন্দেহভাজনকে আটক করা হলেও সে উক্ত বন্দুকধারী কিনা তা স্পষ্ট নয়। অপরদিকে পার্শ্ববর্তী লিনউড মসজিদের কাছেও লোকজনকে গুলি করে হত্যা করার খবর জানিয়েছে ডেইলি মেইল। মসজিদ থেকে তিন কিলোমিটার দূরে একটি গাড়িতে একটি বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে আইন শৃংখলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, মিলিটারি পোশাক পরিহিত এক ব্যক্তি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে আল নূর নামের ওই মসজিদে এলোপাতাড়ি গুলি শুরু করেন। গোলাগুলির সময় বাংলাদেশের ক্রিকেটাররা ওই মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকতে যাচ্ছিলেন। A shirtless man speaks on the phone as an armed police officer patrols the area outside a mosque in Christchurch বাংলাদেশের ক্রিকেটাররা সবাই নিরাপদে আছেন বলে রয়টার্সকে একজন কোচ জানিয়েছেন। ওই মসজিদের আশপাশ থেকে সবাইকে দূরে থাকতে বলেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App