×

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে তীব্র যানজট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০৩:২০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে আমিরাবাদ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকায় ঢাকামূখী লেনে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে মহাসড়কে অতিরিক্ত যানবাহন এবং মেঘনা ও মেঘনা-গোমতী সেতু এলাকায় নির্মাণ কাজ চলায় এ যানজটের সৃষ্টি। বসুরহাট থেকে ঢাকাগামী ড্রীমলাইন পরিবহনের বাসের চালক নুরুল আমিন আজ( শুক্রবার) সকাল সোয়া নয়টায় মহাসড়কের দাউদকান্দির বারপাড়ায় বলেন, ‘সকাল সাতটায় দাউদকান্দির আমিরাবাদে এসে যানজটে আটকা পড়ে এক কিলোমিটার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা লেগেছে। কখন ঢাকায় পৌঁছতে পারব জানা নেই।’ যানজটে আটকে অনেকেই পড়েছেন বিপাকে। অনেক পণ্যবাহী যানবাহন আটকে আছে মহাসড়কে। দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ রাত-দিন চেষ্টা চালাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App