×

জাতীয়

গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০৩:২২ পিএম

গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
নিরাপদ মানসম্মত পণ্য শ্লোগাণে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার যৌথ আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। শুক্রবার সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি কেএম রেজাউল হক ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. মাসুম আলী প্রমুখ। শেষে জেলা ও উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App