×

জাতীয়

ক্রাইস্টচার্চ হামলার ঘটনায় রাষ্ট্রদূত আর্ল মিলারের শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ১০:৪৩ পিএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে হামলায় নিহত এবং আক্রান্ত সবার প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

শুক্রবার (১৫ মার্চ) এক বিবৃতিতে আর্ল মিলার এই সমবেদনা জানান।

তিনি বলেন, সন্ত্রাস ও ঘৃণিত কাজ আমাদের কমিউনিটির ওপর আক্রমণ করে। পৃথিবীতে এসবের কোনো স্থান না দিয়ে আমরা আমাদের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবো, যেখানেই আমরা থাকি, যেখানেই আমরা উপাসনা করি না কেন।

মিলার আরো বলেন, এ ঘটনায় আহত ও নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি।

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশিসহ ৪৯ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App