×

জাতীয়

সুস্থ সংস্কৃতি চর্চায় মনোজগৎকে জাগাতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৫:৫২ পিএম

একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, মানুষকে জাগাতে হলে মনোজগৎকে জাগাতে হবে। আর তা সম্ভব একমাত্র সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। মানুষের কাজ, জাগতিক সব কর্মকাণ্ড যদি মানবকল্যাণমুখী না হয়, আমরা যদি আদর্শচ্যুত হই তাহলে পার্থিব জগৎ অর্থহীন হয়ে যাবে।

বৃহস্পতিবার বিকেলে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের দুই দিনব্যাপী অষ্টাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সাহসের সঙ্গে চলো সামনের যুদ্ধে/ঐক্যটা হোক আরও মজবুত’ এই স্লোগানে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারি শফির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি অধ্যাপক আবুল মনসুর, নাট্যজন সুচরিত দাশ খোকন, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু, সম্মিলিত সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি দীপেন চৌধুরী, সম্মিলিত আবৃত্তি পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, নৃত্যশিল্পী শারমিন হাসান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তা।

আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সভার পর মুক্তিযুদ্ধভিত্তিক গীতি আলেখ্য ‘ইতিহাসের কথা কও’ মঞ্চস্থ হয়। এ ছাড়া পুরস্কার বিতরণী, গণসঙ্গীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী, প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের ২য় ও শেষদিনে আজ শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কাউন্সিল অধিবেশন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App