×

জাতীয়

সারা দেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১১:৫৯ এএম

সারা দেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন আজ
সারা দেশের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় আজ বৃহস্পতিবার স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবার ৮টি বিভাগ ও ৮টি মহানগরের আওতাধীন ৫৫৯টি উপজেলা ও থানার ২২ হাজার ৯৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্বাচনের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ২৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ের এক লাখ ২৯ হাজার ৯৬০টি পদের জন্য দুই লাখ ৩১ হাজার ১২৬ জন শিক্ষার্থী। আর ছয় হাজার ৭১৬টি দাখিল মাদ্রাসায় ৫৩ হাজার ৭২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ৯৩ হাজার ৭১০ জন শিক্ষার্থী। নির্বাচনে ভোটার সংখ্যা এক কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬১৮ জন। এর মধ্যে ছাত্রী ৬৩ লাখ চার হাজার ৫০১ জন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন-শিখানো কার্যক্রমে শিক্ষকমণ্ডলীকে সহায়তা করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ঝরে পড়া রোধ করার লক্ষ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে। নির্বাচনে নির্বাচন কমিশন, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব পালন করবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই। নির্বাচন উপলক্ষে ব্যানবেইস-এ একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App