×

জাতীয়

রামগঞ্জে ট্রলি বন্ধ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৪:৫০ পিএম

রামগঞ্জে ট্রলি বন্ধ ঘোষণা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ হল বৃহস্পতিবার দুপুরে আইন শৃংখলা সভায় ট্রলি বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোহাম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় স্থানীয় এমপি ড.আনোয়ার হোসেন খান উপস্থিত বিভিন্ন বিভাগীয় অফিসার,ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, ব্যবসায় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে আগামী ১লা এপ্রিল থেকে উপজেলার সড়কগুলিতে ট্রলি চলাচল বন্ধ ঘোষনা করেন। একই সময় তিনি আইন শৃংখলা উন্নয়নে পুলিশের যান-বাহন,সরকারী হাসপাতালে ডাক্তার,প্রাথমিক স্কুলে শিক্ষক বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকম রুহুল আমিন,প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূইয়া,স্বাস্থ্য কর্তকর্তা গুলময় পোদ্ধার প্রমূখ। উলেখ্যঃ রামগঞ্জ উপজেলাতে অদৃশ্য শক্তির প্রভাবে প্রতিদিন পাঁচ শতাধিক নিষিদ্ধ ট্রলি চলাচল করে সড়কগুলো জরাজীন্য করেছে। শুধু তাই নয় বেপরোয়া ট্রলি প্রতিনিয়ত দুর্ঘটনায় ঘটছে। উপজেলা আইন শৃংখলা সভাগুলোতে বার বার উপস্থাপন হলেও বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App