×

জাতীয়

মুক্তিযুদ্ধ স্মরণে না থাকলে পথ হারিয়ে ফেলব: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১০:৩৬ পিএম

মুক্তিযুদ্ধ স্মরণে না থাকলে পথ হারিয়ে ফেলব: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা পুলিশ লাইন্সে স্মৃতিস্তম্ভ ‘জাগ্রত ৭১’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল/ ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, 'মুক্তিযুদ্ধ আমাদের সব প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধকে যদি আমরা স্মরণে না রাখি, তাহলে আমরা পথ হারিয়ে ফেলবো।'

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে স্মৃতিস্তম্ভ ‘জাগ্রত ৭১’ ও মিডিয়া সেন্টারের উদ্বোধন ও মাদকবিরোধী কনসার্টে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'জননেত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বার নির্বাচিত করে ক্ষমতায় এনেছে দেশের মানুষ। যতই পথরোধ করা হোক, ভুল ইতিহাস প্রচার করা হোক সবগুলো ফেলে দিয়েছে জনগণ। ইতিহাস আমাদের জাগিয়ে তুলেছে। পুলিশ সদস্যরাও ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। পূর্বের ইতিহাস তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। সেজন্য তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি সবচেয়ে বেশী আকৃষ্ট হয়েছি, জাগ্রত একাত্তর দেখে। মুক্তিযুদ্ধে যে সব পুলিশ সদস্য আহত হয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন তাদের স্মরণে জাগ্রত একাত্তর। এটি নির্মাণে যারা এগিয়ে এসেছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি।'

এ সময় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান ও চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App