×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১০:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসক্ষেত্রের আগুন নিয়ন্ত্রণে

তিতাস গ্যাসক্ষেত্রের আগুন নিয়ন্ত্রণে/ ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ১নং লোকেশনের ফ্লেয়ার লাইনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেলে ফ্লেয়ার লাইনে কনডেনসেট ওভার ফ্লু হয়ে ফ্লেয়ার লাইনে ও আশপাশে আগুন ধরে যায়। এতে তৌহিদ (৪৫) নামে একজন দগ্ধ হন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রায় আধা-ঘণ্টা গ্যাস উৎপাদন বন্ধ ছিল। তবে, এতে জাতীয় গ্রিডে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন তিতাস গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান তপু।

তিনি জানান, আগুনে তিতাস গ্যাসের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে, কারও গাফিলতি আছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার সাকারিয়া হায়দার জানান, তিতাস গ্যাসের নিজস্ব দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App