×

জাতীয়

টেকনাফে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৩:৫৪ পিএম

টেকনাফে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
টেকনাফে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
টেকনাফে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
কক্সবাজারের টেকনাফে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ টেকনাফের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক মোট ২৮ টি বিদ্যালয়ে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিরবিচ্ছনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিটি বিদ্যালয় থেকে মোট ৮ জন প্রতিনিধি নির্বাচিত হয়। তাদের মধ্য থেকে পরবর্তীতে চূড়ান্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। খোজঁখবর নিয়ে জানা গেছে, সারা দেশের ন্যায় কক্সবাজারে মোট ১৩১ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন একি সময়ে অনুষ্ঠিত হয়। নির্বাচেন প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টের মাধ্যমে এ নির্বাচন পরিচালনা করা হয়। নির্বাচনে স্কুলের সিনিয়র শিক্ষক ও প্রাক্তণ শিক্ষার্থীরা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন। শৃংখলা রক্ষার দায়িত্বে ছিল স্কাউট সদস্যরা। দুপুর দুইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষাণা করে নির্বাচন কমিশনার। উপজেলার সবচেয়ে উৎসব মূখর পরিবেশ নির্বাচন পরিলক্ষিত হয় ঐতিহ্যবাহী হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ে। ২০১৫ সাল হতে দেশের প্রতিটি বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। বিভিন্ন স্কুলের ভোটাররা জানান, প্রতিবাদ মূখর ও সমাজের কুসাংস্কার দূরী করতে যাদের ভূমিকা পালন করবে, পাশাপাশি যারা সুষ্ঠুভাবে বিদ্যালয় সচল ঠিকমতো পাঠদানে যারা সহায়তা করতে পারবে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিজয়ী করা হয়েছে। বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধে যার ভুমিকা থাকবে তাকে বিজয়ী করার কথা জানিয়েছেন এক মেয়ে ভোটার। হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার রাদিয়া আক্তার (১০ম শ্রেণী) ও শালিমার রেশমিন রাফি জানান, সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কোনো প্রার্থী প্রভাব ও বিশৃঙ্খলা হয়নি। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই উচ্চ বিদ্যালয়ের নির্বাচন কমিশনার সাজ্জাতুল ইসলাম (১০ম) জানান, প্রায় ১১শ ভোটার ছিল। তার মধ্যে প্রায় ৭ শত ভোট কাস্ট হয়। পাশাপাশি প্রার্থী ২৪ জন প্রার্থীর মধ্যে মোট ৮ জন প্রতিনিধি নির্বাচিত হয়। স্কুল কেবিনেট নির্বাচনের সমন্বয়ক সিনিয়র শিক্ষক আশিষকুমার বেদাজ্ঞ জানান, আমাদের তেমন কোনো কাজ নেই। তবে শিক্ষার্থীরা নিয়মানুসারে নির্বাচন পরিচালনা করতে পেরেছে কিনা তা লক্ষ্য রাখা মাত্র। কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মুসা জানান, সারা বাংলাদেশের ন্যায় কক্সবাজার জেলায় প্রায় ১৩১ টি বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কেবিনেটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে টেকনাফে ২৮ টি বিদ্যালয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। তিনি আরো বলেন, ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে গণতন্ত্রের ব্যবহারিক জ্ঞান তারা শিখতে পারছে। এতে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। স্টুডেন্ট কেবিনেটের মাধ্যমে লিডারশীপ তোলে আনার পাশাপাশি নিজের অধিকার সম্পর্কে শিক্ষার্থীরা সচেতন হবে বলে জানান হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া স্কুল এন্ড কলেজের এই অধ্যক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App