×

জাতীয়

কুমিল্লায় জলাবদ্ধতা নিরশনে অচিরেই খাল উদ্ধার অভিযান : জেলা প্রশাসক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ০৪:৪৬ পিএম

কুমিল্লায় জলাবদ্ধতা নিরশনে অচিরেই খাল উদ্ধার অভিযান : জেলা প্রশাসক
দাউদকান্দির সুন্দুলপুর মডেল ইউনিয়ন ও চাঁদগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এ দুটি প্রতিষ্টান পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অচিরেই দাউদকান্দিসহ জেলার বিভিন্ন এলাকার দখলকৃত খাল উদ্ধারে অভিযান শুরু করা হবে। আর উপজেলার জনবহুল এলাকা গৌরীপুর-হোমনা সড়কের মোড় থেকে বাজার পর্যন্ত বেহাল সড়কের প্রাথমিক মেরামত কাজ শুরু করা এবং পরবর্তীতে সড়টির উভয় পাশে সরকারী খাল উদ্ধার ও ড্রেনসহ নির্মান কাজ শুরু করা হবে। শহিদনগর সোনালী আশঁ জুট মিলের বর্জে ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। পরে চাঁদগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, গোয়ালমারী ইউপি চেয়ারম্যান নুরে আলম ভুলু প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App