×

বিনোদন

মায়ের সুরে গাইলেন মেয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০২:৫১ পিএম

মায়ের সুরে গাইলেন মেয়ে
সঙ্গীতশিল্পী রুনা লায়লার সুরে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর গান গাইলেন তার মেয়ে তানি লায়লা। নিজের মায়ের সুরে গান গাইতে পেরে দারুণ উচ্ছ¡সিত তানি। গত ১০ মার্চ লন্ডনে ‘হাই স্ট্রিট’ স্টুডিওতে তানির গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানের শিরোনাম ‘আমি কেন তোমারই হয়ে গেছি পর’। গানটি লিখেছেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। রুনা লায়লা বলেন, আমার সুরে বেশ কয়েকজন শিল্পী গান গাইছেন। সেখানে তানিকে দিয়ে গান গাওয়ানোর একটি ইচ্ছে ছিল আমার শুরু থেকেই। তাছাড়া আমার সুরে যখন তানিকে গাইতে বলার কথা বলেছি তখন সে ভীষণ আগ্রহ নিয়েই গানটি গাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করে। তানির কণ্ঠের সঙ্গে যায় এমন সুরই করেছি আমি। সব মিলিয়ে তানি খুব ভালোভাবেই গানটি গেয়েছে। আমি তার গান শুনে তৃপ্ত। আশা রাখি গানটি সবারই ভালো লাগবে। মার্চ মাসের শেষপ্রান্তে ঢাকায় ফিরবেন রুনা লায়লা। তখনই গানটি ‘ধ্রুব মিউজিক স্টেশন’ এ প্রকাশিত হবে। উল্লেখ্য, গত বছর পহেলা বৈশাখে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে সুরকার হিসেবে রুনা লায়লার অভিষেক হয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে রুনা লায়লার সুরে কণ্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App