×

খেলা

বিশ্বকাপে সর্বোচ্চ ডিসমিসাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০৪:০৩ পিএম

বিশ্বকাপে সর্বোচ্চ ডিসমিসাল
বিশ্বকাপে সর্বোচ্চ ডিসমিসাল
চলতি বছরের মে মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে বসতে যাচ্ছে ১২তম ক্রিকেট বিশ্বকাপ আসর। ১০ দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৪৮টি। আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে আমাদের কাউন্টডাউন পর্ব। প্রতিদিনের ধারাবাহিকতায় বিশ্বকাপ ক্ষণ গণনার আজকের পর্বে থাকছে বিশ্বকাপ মঞ্চে সর্বোচ্চ ডিসমিসাল নেয়া পাঁচ ক্রিকেটারের কথা। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ৩৭ ম্যাচে ৫৪টি ডিসমিসাল নিয়ে সর্বোচ্চ ডিসমিসাল নেয়া উইকেটকিপারদের মধ্যে সবার উপরে আছেন লঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা। এর মধ্যে তিনি ক্যাচ নিয়েছেন ৪১টি এবং স্ট্যাম্পিং করেছেন ১৩ বার। ৩১ ম্যাচে ৫২ ডিসমিসাল নিয়ে সাঙ্গাকারার পরে আছেন সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট। তার ক্যাচের সংখ্যা ৪৫টি এবং স্ট্যাম্পিং করেছেন ৭ বার। ৩২টি করে ডিসমিসাল রয়েছে ভারতের বিশ^কাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং কিউই তারকা ব্রেন্ডন ম্যাককলামের। তবে এ ক্ষেত্রে ম্যাককলামের চেয়ে ১৪ ম্যাচ কম খেলায় তৃতীয় স্থানে রয়েছেন ধোনি। ম্যাককলাম খেলেছেন ৩৪ ম্যাচ এবং ধোনি খেলেছেন ২০ ম্যাচ। ধোনির ক্যাচ এবং স্ট্যাম্পিং সংখ্যা যথাক্রমে ২৭ এবং ৫। ম্যাককলাম ক্যাচ নিয়েছেন ৩০টি এবং স্ট্যাম্পিং করেছেন ২ বার। ২৫ ম্যাচে ৩১ ডিসমিসাল নিয়ে সর্বোচ্চ ডিসমিসাল নেয়াদের মধ্যে পঞ্চম স্থানে আছেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটসম্যান মার্ক বুচার। মজার বিষয় হলো তিনি ৩১ বারই ক্যাচ নিয়েছেন, একবারো স্ট্যাম্পিং করতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App