×

জাতীয়

বিরলে বিজিবি’র জনসচেতনতামূলক র‌্যালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০৫:০১ পিএম

বিরলে বিজিবি’র জনসচেতনতামূলক র‌্যালি
বিরলে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র বি কোম্পানী’র ডুংডুংগী বিওপি সচেনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করে। র‌্যালিটি রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বহবলদিঘী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৪২ বিজিবি’র বি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ আব্দুল আলীম, হাবিলদার জয়নাল আবেদীন, বহবলদিঘী উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকাশ চন্ত্র সরকার, প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দেবশর্মা, ইউপি সদস্য রাজা দশরথ চন্ত্র রায় ও বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু। অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক/শিক্ষার্থিবৃন্দ অংশগ্রহন করেন। বক্তারা মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App