×

জাতীয়

বশেমুরবিপ্রবি সংলগ্ন হোটেলে ভেজাল বিরোধী অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০১:১৫ পিএম

বশেমুরবিপ্রবি সংলগ্ন হোটেলে ভেজাল বিরোধী অভিযান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাবারের হোটেলে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযানে পরিচালিত হয়েছে। গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দীন দীপুর নেতৃত্বে চারটি হোটেলে আজ সকালে এ অভিযান পরিচালিত হয়। প্রায় ১ ঘন্টার এ অভিযানে নিম্নমানের খাবার ও নোংরা পরিবেশের কারণে আব্দুল্লাহ হোটেল, ফুড প্যালেস এবং এস এম ফাস্ট ফুডকে যথাক্রমে আট হাজার,পাঁচ হাজার এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সালাহউদ্দীন দীপু জানান, নিয়মিত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয় এবং খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে প্রতি মাসেই এধরণের অভিযান চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App